
আজকের
পোস্ট আই পি হাইড সফটওয়্যার নিয়ে । আমাদের বিভিন্ন কারণে আই পি
পরিবর্তনের দরকার হতে পারে। আর সে জন্য আই পি হাইড সফটওয়্যার বা বিভিন্ন
অ্যাড-অন্স ব্রাউজারে ব্যাবহার করতে হয় । কিন্তু নেটে যে আই পি হাইড
সফটওয়্যার পাওয়া যায় তার সবগুলো কাজ করে না বা আইপি পরিবর্তন করতে পারে
না।
তাই আমি ব্যাবহার করতে পেরেছি এমন ২ টি আই পি হাইড সফটওয়্যার এবং টেস্ট করা হয়নাই সংগ্রহে আছে এমন আরো ৮ টা মোট ১০ টা আইপি হাইড করার সম্পর্কে লিখছি এবং এর একেকটা প্রায় 29$ এ কিনতে পাওয়া যাবে । কিনতে না পারলে আমার মত ক্র্যাক ব্যাবহার করতে পারেন ।

ইন্সটলের পর অ্যাড-অন ইন্সটলের পার্মিশন চাইবে । ইন্সটল করে নিন ।
আর এটা শুধু ইন্টারনেট এক্সপ্লোরার আর ফায়ারফক্সে কাজ করবে । তবে অন্য ব্রাউসারে দেখতে পারেন ।

আমার আসল আই পি।

চুজ আই পি কান্ট্রী থেকে দেশ সিলেক্ট করে দিন।
বিভিন্ন আই পি চেক করার সাইটে আমার আই পি:




নীচের লিঙ্ক ক্লিক করে ফ্রী ডাউনলোড > ৩০ সেকেন্ড অপেক্ষা > create download link > ডাউনলোড করে নিন। DOWNLOAD:
Real Hide IP V4.0.9.2 + Crack
Super.Hide.IP.v3.1.0.2
Super_Hide_IP_v3.0.8.6

Hide IP Easy 5.0.5.2 Full + crack

Hide Your IP Address v1.0
IPChanger_3_0_15 porteble

Sir AdGuard 1.0

HSS-1.56-install-anchorfree
সফটওয়্যারগুলোর বেশীর ভাগ-ই টরেন্ট থেকে নামানো।আর নীচের ২ টার ক্র্যাক পাই নাই। ট্রায়াল ইউস করতে হবে। কারো কাছে থাকলে মন্তব্যে শেয়ার করতে পারেন।