Sunday, October 9, 2011
টরেন্ট ফাইল ডাউনলোড আইডিএম এর মত স্পিডে
আসুন টরেন্ট ফাইল ডাউনলোড করি আইডিএম এর মত স্পিডে
আমরা কোন কিছু ডাউনলোড করতে সাধারনতো http সার্ভার থেকে আইডিএম এর সাহায্যে ডাউনলোড করে থাকি কেননা বাংলাদেশ এ টরেন্ট ডাউনলোডস্পিড খুবই স্লো।

কিন্তু যদি টরেন্ট থেকেই আইডিএম এর স্পিডে ডাউনলোড করা যায় তাহেলে কেমন হয়? হা এর জন্য আমাদের কিছু কাজ করতে হবে
প্রথম কাজ
(ক) http://tixati.com/download/ থেকে টিক্সাটি টরেন্ট ডাউনলোড ম্যানেজারটি ডাউনলোড করে ইন্সটল করে নেই।
(খ) কযেক কিলোবাইটের টরেন্ট ফাইল ডাউনলোড করি। আমি সাধারনতো গুগোল ক্রোম এর একটি এডঅন টরেন্ট টারবো সার্স ব্যবহার করে থাকি।
আমি বেশ কিছু কারনে অন্যান্য টরেন্ট ডাউনলোড ম্যনেজার থেকে টিক্সাটি টরেন্ট ডাউনলোড ম্যানেজারকে এগিয়ে রাখি। এখন টিক্সাটি ম্যানেজার চালু করন। এখন এড বাটনে ডাউনলোড কৃত টরেন্ট ফাইলটি ম্যানেজারে নিয়ে আসুন তাহলে উক্ত ফাইল টি কিছুক্ষন এর মধ্যে ডাউনলোড শুরু হবে। কিন্তু এ অবস্থায় স্পিড কম থাকবে। এখন আমরা এর স্পিড বাড়াবো। ম্যানেজারে ইমপোর্ট কৃত ফাইলে মাউচের রাইট বাটনে ক্লিক করি। এর পর Bandwidth>priority group> ultra high নির্বাচন করি। তাহলে আমরা কিছুক্ষন পর দেখবোযে স্পিড অনেক বেড়েছে।


টরেন্ট থেকে ডাউনলোডের সুবিধা সমহ:
১) ফাইল মিসিং হওয়ার কোন সম্ভাবনা নেই।
২) আজীবন রিজিউম সাপোর্ট
৩) নতুন নতুন সফট/সিনেমা ইত্যাদি পাওয়া যায়
৪) বেশির ভাগ ক্ষেত্রে সিরিয়াল/ ক্রাক/কিজেন সাথেই থাকে
৫) ডাউনলোড কৃত ফাইলটি যত শেয়ার হবে স্পিড তত বেশি হবে।
অসুবিধা সমূহ :
১) আইডিএম থেকে ডাউনলোড করলে যেমন ব্রাউজিং স্পিড কমে যায় তেমনি টরেন্ট ম্যনেজারে প্রায়োরিটি হাই করলে ব্রাউজিং স্পিড কমে যায়।
২) যদি কোন ফাইল কম সবার মাঝে শেয়ার হয় তাহলে স্পিড একটু কম হয়ে থাকে।
সবাইকে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
Popular Posts
-
আসুন টরেন্ট ফাইল ডাউনলোড করি আইডিএম এর মত স্পিডে আমরা কোন কিছু ডাউনলোড করতে সাধারনতো http সার্ভার থেকে আইডিএম এর সাহায্যে ডাউনলোড করে থ...
-
কপি প্রটেক্ট, ডিজিটাল সিস্টেমে সংরক্ষিত রাখুন সকল ফাইল… সফটওয়্যার ইন্সটল পদ্ধতিঃ প্রথমে প্রথমে এই লিঙ্ক থেকে সফটওয়্যার টি ট্রা...
-
ফ্রি ব্যন্ডউইথ পর্যবেক্ষন, মনিটরিং এবং ব্যবহারের রীতি-নীতি প্রতিবেদন NetWorx একটি মুক্ত সরঞ্জাম যে আপনাকে আপনার ব্যন্ডউইথ পরিস্থিতি ...
-
১০ টি টুল আপনার ওয়েব সাইটের লোডিং টাইম চেক করার জন্য এখন আপ্নারাদের সকলের যাদের নিজস্ব ওয়েব সাইট আছে তাদের জন্য ১০ টি টুল আ...
