Saturday, April 30, 2011

Cameyo” দিয়ে আপনার প্রিয় যেকোনো Softwareকে portable

“Cameyo” দিয়ে আপনার প্রিয় যেকোনো Softwareকে portable বানিয়ে ফেলুন…

"portable software বলিতে আমরা ওই সমস্ত software কে বুঝি যাহা কোনো কম্পিউটারে install করিবার প্রয়োজন পড়ে না, যাহা Pen drive থেকেই চালানো সম্ভব এবং যাহা অতি সহজে বহনযোগ্য..." (আমার ক্লাস সিক্স এর বিজ্ঞান স্যার এই ব্লগ পড়লে নির্ঘাত heart fail করতেন!!!)
portable softwareএর গন্ডি এতদিন নির্দিষ্ট কিছু softwareএর মধ্যে সীমাবদ্ধ ছিলো. কিন্তু "Cameyo" দিয়ে আপনের পছন্দের যেকোনো softwareএর portable version তৈরী করা সম্ভব. Cameyo অন করে "capture intallation" button ক্লিক করুন, এরপর আপনার softwareটি install korun. ব্যাস..softwareএর একটি portable version তৈরী হয়ে গেলো!!Launcher Cameyo দিয়ে আপনার প্রিয় যেকোনো Softwareকে portable বানিয়ে ফেলুন... | Techtunes
Download Cameyo


Popular Posts