Friday, April 29, 2011

Internet Download Manager

হে আমার ফিরে আসার খুশিতে আপনাদের জন্য অনেক অনেক উপহার রয়েছে । ভাবছি একটা চেইন টিউন করব । আরও এক রাশি সফটওয়্যার ও পাবেন । তবে আগের মত অগোছালো নয় । টিউটোরিয়াল সহ ! এবং আপনাদের বিভিন্ন দরকার ও সমস্যা সমাধানের জন্য তো আমি আছি ! আরও অনেক কিছুই পাবেন । আজকে আপনাদের জন্য আছে Internet Download Manager 6.05 Build-14 ।

Internet Download Manager

c99f3b আপনাদের দোয়ায় আবার ফিরে এলাম সাথে আছে উপহার !   কম্পিউটার লাভার | Techtunes

Download 5 MB

এটি IDM Silent ইন্সটল । সাথে থিম দেয়া আছে । ডাউনলোড করে ডাবল ক্লিক করলেই ইন্সটল হয়ে যাবে । ইন্সটল শেষে ডেক্সটপ থেকে IDM রান করুন । থিম ব্যাবহার করতে IDM>VIEW>TOOLBAR এখানে নিচে যেকোনো একটি সিলেক্ট করলে দেখবেন থিম পালটিয়ে গেছে ।


Popular Posts