Tuesday, June 7, 2011

এখন থেকে আপনি কতটুকু ব্যান্ডউইথ (ইন্টারনেট ইউজেস) খরচ করলেন তা মনিটরে দেখতে পারবেন।

এখন থেকে আপনি কতটুকু ব্যান্ডউইথ (ইন্টারনেট ইউজেস) খরচ করলেন তা মনিটরে দেখতে পারবেন।

speed1 এখন থেকে আপনি কতটুকু ব্যান্ডউইথ (ইন্টারনেট ইউজেস) খরচ করলেন তা মনিটরে দেখতে পারবেন।। | Techtunesআমরা বেশীর ভাগ ইন্টারনেট ব্যাবহারগনরা  লিমিটেড ইন্টারনেট ব্যাবহার করতে হই।।
তাদের ভেতর আবার গ্রামীন ফোন , জুম , ব্যাবহারগন দের মেসেজ পাঠিয়ে / মডেম ফাংশন থেকে বিট বাইট
ইত্যাদি হিসাব করে মোট used দেখতে হই...


আর আমার মতন যদি অভাগা কুবী (কিউবি)  লিমিটেড ইউজার হন তাহলে ত কথাই নাই।। কুবী
বর্তমানে তাদের ইউজারদের অ্যাকাউন্ট এও তাদের ইউজেস দেখতে দিতাছে না ।
তাদের এই সফটওয়্যার টা একটু হলেও উপকার করতে পারে।।

সফটওয়্যার টিতে আপনি যত সময় নেট কানেট আছেন , আপনার upload and Download স্পীড এর সমষ্টি , এবং যে সময় নিয়ে কানেট আছেন তার upload and Download এর মোট usage এমবি তে দেখাবে।।
তবে পিসি পুনরায় স্টার্ট দিলে আবার প্রথম থেকে শুরু হবে।। তাও কিছুটা উপকার পাওয়া যাই।।
speed এখন থেকে আপনি কতটুকু ব্যান্ডউইথ (ইন্টারনেট ইউজেস) খরচ করলেন তা মনিটরে দেখতে পারবেন।। | Techtunes
কারর যদি পছন্দ হই বা মনে করেন আমার মতন লাগবে তাইলে ডাউনলোড করতে পারেন মাত্র ৫১৭ কেবি ফ্রী সফটওয়্যার।।
4 Download
ডিরেক্ট লিঙ্ক দিছি।। কারর প্রব্লেম হলে মিডিয়াফায়ার এ আপলোড করে দিব...
Mediafire link
জানি এই পোস্ট টি অনেকের কাজে লাগবে না ।। তবে এটা কাজে লাগতে পারে ।। ইমোট কোড।। আমার মতোন অনেকের মুখস্ত যাদের তাদের জন্য নয় :p
All 2 এখন থেকে আপনি কতটুকু ব্যান্ডউইথ (ইন্টারনেট ইউজেস) খরচ করলেন তা মনিটরে দেখতে পারবেন।। | Techtunesছবি বড় করে দেখুন


Popular Posts