আমরা সাধারণত ডেক্সটপে বিভিন্ন প্রোগ্রাম এর শর্টকাট এবং বিভিন্ন ফাইল রেখে থাকি । ফলে আমাদের ডেক্সটপ কিছুদিনের মধ্যে প্রোগ্রাম ও ফাইল দ্বারা গিজগিজ করতেথাকে । যদি কেমন হত যে একটি ডেক্সটপ কেবল গান শুনা,ছবি দেখার জন্য সকল মাল্টিমিডিয়া সফটওয়্যার(শর্টকাট)থাকবে আবার আরেকটিডেক্সটপ এ আমাদের অফিসিয়াল কাজকর্মের সফটওয়্যার থাকবে ,আরেকটি ডেক্সটপ এর মধ্যে কেবল গেম থাকবে এরুপ বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ডেক্সটপ থাকলে কেমন হত.........
এরকম একটি ডেক্সটপ এর মধ্যে একাধিক ডেক্সটপ থাকার প্রজুক্তিকে ভার্চুয়াল ডেক্সটপ বলে । ভার্চুয়াল ডেক্সটপ প্রজুক্তি সম্পন্ন সফটওয়্যার অনেক আছে তবে তার মধ্যে dexpot সফটওয়্যারেই সবচেয়ে ভাল ।
আজকে আমরা dexpot হাত ধরে গুরে আসব ভার্চুয়াল ডেক্সটপ এর জগৎ থেকে
তবে এর আগে দেখে আসি ভার্চুয়াল ডেক্সটপ এর জগৎ এ Dexpot কেন রাজা
#এর মাধ্যমে ২০ টি ভার্চুয়াল ডেক্সটপ তৈরি করা জায় এবং খুব সহজেই সুইচ করা যায় ।
#প্রত্যেক ডেক্সটপের স্বতন্ত্র নাম ,আইকন ,ফাইলস ,শর্টকাটস,ওয়ালপেপার ,স্ক্রীন রেজোলিউশান ,
রানিং অ্যাপ্লিকেশান উইন্ডোজ এর transparency , ইত্তাদি এর ব্যাবস্থা রয়েছে ।
#এই সফটওয়্যার এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো যা আমার কাছে সবচেয়ে প্রিয় তা হলো full-screen preview ও windows catalogue (নিচে এ নিয়ে আলোচনা করা হয়েছে)।
#এছাড়া রয়েছে আরো আরো সুবিধা যা অন্য গুলোর মধ্যে নেই।
অনেক কথা বলে ফেললাম ,এখন চলুন dexpot নিয়ে খেলা করি ............
#প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করি এবং ইন্সটল করি ।
#এবার ডেক্সটপ ম্যানেজার ওপেন করি ।

#এখন আমাদের ইন্টারনেট এ ব্যবহৃত সফটওয়্যার গুলো সিলেক্ট করে ডেক্সটপ ২ এ ছেরে দেই অর্থাৎ ড্রাগ অ্যান্ড ড্রপ করি

#এভাবে আমরা আমাদের গেম ও মাল্টিমিডিয়া সফটওয়্যার গুলি যথাক্রমে ডেক্সটপ ৩ ও ডেক্সটপ ৪ এ ড্রাগ অ্যান্ড ড্রপ করি


@@আপনাদের বুঝতে অসুবিধা হলে এ ভিডিও তা দেখুন ।
***গোছাগাছি তো হয়ে গেল এবার চলুন সাজগোজ করি ***
#প্রথমে configure desktop এ যাই

#এখান থেকে আপনি প্রতিটি ডেক্সটপ এর জন্য নাম,resolution,ম্যানেজার আইকন ইত্তাদি পরিবর্তন করতে পারবেন ।

#এবার প্রতিটি ডেক্সটপ এর ব্যাকগ্রাউন্ড এর জন্য আলাদা আলাদা ওয়ালপেপার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড ট্যাব এ ক্লিক করুন

#এখান থেকে খুব সহজেই আপনি প্রতিটি ডেক্সটপ এর জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন

***চলুন দেখি এবার Dexpot এর সৌন্দর্য ***
#এখন full screen preview তে ক্লিক করুন এবং দেখুন মজা

#এখন full screen preview তে ক্লিক করুন এবং দেখুন মজা

#এখন আপনি যে ভার্চুয়াল ডেক্সটপ এ যেতে চান তার উপর খালি ক্লিক করুন।
## প্রাথমিকভাবে dexpot এ ডিফল্ট ভাবে ৪ টি ভার্চুয়াল ডেক্সটপ রয়েছে ,আপনি ইচ্ছে করলে তা বাড়িয়ে ২০ টি পর্যন্ত করতে পারেন। নিচে তা চিত্রের মাধ্যমে দেখানো হলো


##অনেক সময় এরকম হতে পারে যে ডেক্সটপ ১ এ একটি প্রোগ্রাম /সফটওয়্যার রান করছে কিন্তু তা আপনার দরকার ডেক্সটপ ২ তে তখন কি করবেন চলুন তা দেখিনি

