Wednesday, June 15, 2011

ডাবল ক্লিক এ সেটআপ করুন মাইক্রোসফট অফি ২০০৩

ডাবল ক্লিক এ সেটআপ করুন মাইক্রোসফট অফি ২০০৩

ভুতুড়ে ইনিস্টল !! কি নামটা বেখাপ্পা লাগছে? না বর্ণনা করলে আর লাগবে না । অনেক দিন থেকে আমি অফিস ২০০৩ এর এই ভার্সনটি ব্যাবহার করছি। এই সেটআপ ফাইল টির সুবিধা হল এটি ডাউনলোড করার পর আপনাকে সুধু মাত্র ডাবল ক্লিক করা ব্যাস আর কিছু করতে হবে না । সফটওয়্যার টি নিজে নিজে এক্সট্রাক্ট হবে , নিজে নিজে ইন্সটল হবে এমন কি নিজে নিজে ক্র্যাক করে ফুল ভার্সনও হবে। ব্যাস আর কি চাই? মজার কথা হল এত কিছু হবে কিন্তু আপনি কিছু টের পাবেন না। মানে সেটআপ হবার সময় আপনি সেটআপ উইন্ডো টি দেখতে পাবেন না। ডাবল ক্লিক করে কিছু সময় পরে আপনার স্টার্ট বাটনএ গিয়ে ঠিকই অফিস পেয়ে যাবেন। কি ভুতুড়ে ইনস্টল হলোত?


সবচেয়ে সুবিধার কথা হল ফাইলটি মাত্র ৭০ এমবি। এবং এতে পাবেনঃ
  • এম এস অফিস ২০০৩
  • এম এস এক্সেল ২০০৩
  • এম এস পাওয়ার পয়েন্ট ২০০৩
  • এম এস আউট লুক ২০০৩
তো আজ থেকে ধুমাইয়া ব্যাবহার করেন ফুল ভার্সন অফিস ২০০৩ কোন রকম ঝামেলা ছাড়াই।
download ডাবল ক্লিক এ সেটআপ করুন মাইক্রোসফট অফি ২০০৩ (ভুতুড়ে ইনস্টল) | Techtunes


Popular Posts