Wednesday, June 8, 2011

আপনার মনিটরে মধ্যে পানি

আপনার মনিটরে মধ্যে পানি না থাকলে ঢুকিয়ে দিন! আর চমকে দিন সবাইকে।

ScreenSaver%252520%252528Medium%252529 আপনার মনিটরে মধ্যে পানি না থাকলে ঢুকিয়ে দিন! আর চমকে দিন সবাইকে। | Techtunes
 সফটওয়্যার যা আপনার মনিটরের মধ্যে পানি সহ বিজলী ও প্রবেশ করিয়ে দিবে।এই একটা স্ক্রিন সেভার যা কম্পিউটার এ কেউ কাজ না করলে ভেসে আসে।
বেশ কিছুদিন আগে আমি আমার কম্পিউটারে এই স্ক্রিন সেভার টি ইন্সটল করি এবং সেই সময় কি নিয়ে যেন একটু ব্যাস্ত ছিলাম তাই দেখার সময় হয়নি বেশ কয়েকদিন পরে আমার কম্পিউটার অন রেখে একটু বাইরে যায় কিছুক্ষণ পরে আমি আমার মনিটর দেখে আবাক একি অবস্থা আমার কম্পিউটারে কে পানি ঢুকাল? তাড়াহুড়া করে কম্পিউটার অফ করবো বলে যেমন মাউস এ হাত দিলাম তারপর বেশ চমক পেলাম মনে পরে গেল এইটা সেই স্ক্রিন সেভার। আপনার সাউন্ড বক্সের ভলিউম একটু বেশিই বারিয়ে


রাখবেন তাহলে বেশি মজা পাবেন।
ScreenSaver2%252520%252528Medium%252529 আপনার মনিটরে মধ্যে পানি না থাকলে ঢুকিয়ে দিন! আর চমকে দিন সবাইকে। | Techtunes
যদি আপনার কম্পিউটার টি বাড়িতে থাকে তাহলে সহজেই সবাইকে চমকাতে পারবেন। সফটওয়্যার টি নিচের লিংক থেকে ডাউনলোড করুণ এবং পুরা হারে মজা লুটুন।

Download Mediafire Link



Popular Posts