
আপনি প্রয়োজনে বা অপ্রোয়োজনে অনেককেই মেইল করে থাকেন। কিন্তু কখনও কি মনে হয়নি আপনার মেইলটি আরও আকর্ষনীয় করলে ভাল হয়? মেইলের সাথে বিভিন্ন ইমো,কার্টুন, বেক গ্রাউন্ড পিক, ভয়েস মেইল সহ অনেক কিছু পাবেন IncrediMail নামের সফটওয়্যারে।
এক নজরে IncrediMail এর ফিচারঃ
- অসাধারণ সব বেকগ্রাউন্ড ইমেজ।
- ভয়েস মেইল করার সুবিধা।
- Junk Mail Filter করার সুবিধা।
- জনপ্রিয় মেইল সার্ভিস yahoo,Gmail সাপোর্ট।
- মেইল বেক আপ রাখার সুযোগ।
- নতুন নতুন স্কিন।
- ফাইল এটাচম্যান্ট সুবিধা।
- নতুন মেইল আসলে অ্যানিমেটেড নোটিফায়ার।
- অ্যানিমেশন, ইমো ব্যবহারের সুযোগ।
- কাস্টমাইজ ই-কার্ড সহ আরও কত কি!



আর বিস্তারিত বলার দরকার মনে করছি না। ব্যবহার করা খুবই সহজ।
নতুন অভিজ্ঞতায় স্বাগতম!
ডাউনলোডঃ
IncrediMail 2 । সাইজ মাত্র ১১ মেগাবাইট। এটা ফ্রী ভার্শন। তাই সব সুবিধা পাবেন না।IncrediMail Plus করার জন্য এখান থেকে প্যাচ ফাইল ডাউনলোড করুন।
xp এবং Windows 7 এর জন্য আলাদা দুটা ফাইল আছে।
এখন সেট আপ দেয়া ফোল্ডার অর্থাৎ C:\Program Files\IncrediMail\Bin এখানে প্যাচ ফাইল কপি পেস্ট করুন।
IncrediMail সফট ওপেন থাকলে Exit করে দিন।
এখন প্যাচ ফাইলের pach বাটনে ক্লিক করুন।( Windows 7 এ রাইট ক্লিক করে Run as administrator দিয়ে ওপেন করুন)
ব্যাস কাজ শেষ!
