১. যত খুশি ইচ্ছা ফাইল ও ফোল্ডার লক করুন। একটি কমন পাসওয়ার্ড সেট করুন। একবার লক হয়ে গেলে কোনোভাবেই আপনি পাসওয়ার্ড ছাড়া ফাইল বা ফোল্ডার ডিলিট, মুভ, কপি ইত্যাদি করতে পারবেন না। বিভিণ্ণ ধরনের লকিং মুড রয়েছে।
২. এতে থাকছে আপনার হার্ড ডিস্কের ড্রাইভ গুলো সরাসরি লক করার সুবিধা। বোনাস হিসাবে থাকছে রিমুভাল মিডিয়া অর্থাত পেন ড্রাইভ, সিডি/ডিভিডি ড্রাইভ লক করার সুযোগ। মজার ব্যাপার হল আপনি রিমুভাল মিডিয়া লক করলে আপনার কম্পিউটারে যদি কেউ পেন ড্রাইভ ইনসার্ট করে তবুও উইন্ডোজ এটাকে খুজেই পাবে না যেটা খুবই গুরুত্বপূর্ণ কারন পেন ড্রাইভের মাধ্যমেই অসংখ্য ভাইরাস ছড়ায়অ।
৩. সিস্টেম ফাইল ও ফোল্ডার লক করার সুবিধা। এর মাধ্যমে অত্যান্ত স্পর্শকাতর ফাইল ও ফোল্ডার লক করতে পারবেন যা অন্য সফটওয়্যার দিয়ে করা দু: সাধ্য।
৪. ইজি লকিং: সফটওয়্যারটির উইন্ডোর মধ্যে সরাসরি ফাইল বা ফোল্ডার ড্রাগ করে দিলে তা লক হয়ে যাবে।
৫. অটোমেটিক মুড: সফটওয়্যারটি একবার ওপেন করার সময় পাসওয়ার্ড দিতে হবে। এরপর সেটি মিনিমাইজ করে রেখে দিলে এর অধীনে যত ফাইল বা ফোল্ডার আছে সব একসাথেই আনলক হয়ে যাবে। অর্থাত যে কোন ফাইল নিয়ে কাজ করতে পারবেন। আবার কাজ শেষ হলে ফাইল গুলো আলাদাভাবে লক করার কোন দরকার নাই শুধু সফটওয়্যারটি ক্লোজ করে দিন। সাথে সাথে আবার সবই লক হয়ে যাবে। মোট কথা যতক্ষন সফটটি চালু থাকবে ততক্ষন ফাইল গুলো আনলক অবস্থায় থাকবে।
সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন:
http://www.easy-share.com/1916140763/Folder Security Personal 3.0.zip
এখানে Keygen সহ সফটওয়্যার টি দেয়া আছে যার মাধ্যমে আপনি এর সিরিয়াল, কোড পাবেন যেটা দিয়ে সফটওয়্যারটিকে Registered করে নিতে হবে।