Monday, April 30, 2012
ফ্রী ভিপিএন (VPN) সার্ভিস।
ফ্রী ভিপিএন (VPN) সার্ভিস। PdProxy ব্যবহার করে নিজের আইপি কে সম্পূর্ণ লুকিয়ে ফেলুন। পাশাপাশি নিন আইএসপির ফুল স্পিড।
ভিপিএন ব্যাবহার করার সুবিধাঃ১) আজকাল অনেকেই হ্যাকারদের কবলে পরছেন। এটি দিয়ে নিজের আইপি সম্পূর্ণভাবে লুকাতে পারবেন। এতে হ্যাকারদের হাত থেকে বাচা যায়।
২) আইএসপি এর কাছ থেকে নেট এর ফুল স্পীড পাবেন।
৩) ব্লক করা সাইট ভিজিট করতে পারবেন। বিশেষ করে চায়না / জাপান এ। অথবা বিশ্ববিদ্যালয় এ।
৪) এই সার্ভিস এ কোনো প্রকার এড নেই।
৫) সম্পূর্ণ ফ্রী সার্ভিস।
৬) ডিস্কানেকড হয় না। এবং এটি বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকান আইপি ব্যবহার করে।

অসুবিধাঃ এটি দিয়ে আপনি টরেন্ট ডাউনলোড করতে পারবেন না।
এবার আসা যাক কিভাবে ব্যবহার করবেন। এই সার্ভিস টি প্রদান করছে PdProxy । এটির একটি ফ্রী অ্যাকাউন্ট এ প্রতিদিন ১০০ মেগাবাইট করে ৩০ দিন ব্যবহার করতে পারবেন। অর্থাৎ প্রায় ৩ গিগা। একাধিক একাউন্ট করে নিলে যতখুশি ব্যবহার করতে পারবেন।


১) প্রথমে PdProxy এর সফটওয়্যার টি নামিয়ে নিন। এটি পোর্টেবল , তাই পেনড্রাইভ এ করে সাইবার ক্যাফে তে বসে ব্যবহার করতে পারবেন।
২) এরপর ফ্রী অ্যাকাউন্ট বানিয়ে নিন। অ্যাকাউন্ট করতে এখানে ক্লিক করুন।
৩) একাধিক অ্যাকাউন্ট এর জন্য ইউসারনেম ধারাবাহিক অর্থাৎ Name001/Name002/Name003… হলে ভাল। মনে রাখা সহজ। পাসওয়ার্ড ভিন্ন ভিন্ন দিবেন। ইউসারনেম এবং পাসওয়ার্ড একটি নোটপ্যাড এ লিখে সেভ করে রাখবেন।

৪) এবার আমরা Temporary ইমেইল ব্যবহার করব। এইখানে যান। www dot 10minutemail dot org . সাইট এ এন্টার করলেই একটি ইমাইল পাবেন। এটি কপি করে ফরম এ পেস্ট করুন কিন্তু 10minutemail এর পেজ টি ক্লোজ করবেন না। মেইল কনফার্ম করার জন্য লাগবে। সাইন আপ শেষ করুন ।

৫) এরপর 10minutemail এর পেজ টি রিফ্রেশ করুন এবং ইনবক্সে আসা মেইল টি কনফার্ম করুন।

ফিনিশ!!

৬) এবার কিভাবে কানেক্ট করবেন দেখা যাক। প্রথমে ডাউনলোড করা ফাইল টি এক্সট্রাক্ট করুন।

৭) এরপর PdProxy.exe ফাইল এ ডাবল ক্লিক করুন। হার্ডওয়্যার ইন্সটলের জন্য Continue Anyway / Allow / Yes চাপুন।

৮) এবার ইউসারনেম ও পাসওয়ার্ড দিয়ে ‘’Connect’’ এ ক্লিক করুন। ব্যাস !! আপনি কানেক্টেড।




৯) আপনার অ্যাকাউন্ট এর বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করে লগিন করুন।


১০) সার্ভার ডিটেইলস । বেশিরভাগ ইউএস সার্ভার।


Popular Posts
-
আসুন টরেন্ট ফাইল ডাউনলোড করি আইডিএম এর মত স্পিডে আমরা কোন কিছু ডাউনলোড করতে সাধারনতো http সার্ভার থেকে আইডিএম এর সাহায্যে ডাউনলোড করে থ...
-
কপি প্রটেক্ট, ডিজিটাল সিস্টেমে সংরক্ষিত রাখুন সকল ফাইল… সফটওয়্যার ইন্সটল পদ্ধতিঃ প্রথমে প্রথমে এই লিঙ্ক থেকে সফটওয়্যার টি ট্রা...
-
ফ্রি ব্যন্ডউইথ পর্যবেক্ষন, মনিটরিং এবং ব্যবহারের রীতি-নীতি প্রতিবেদন NetWorx একটি মুক্ত সরঞ্জাম যে আপনাকে আপনার ব্যন্ডউইথ পরিস্থিতি ...
-
১০ টি টুল আপনার ওয়েব সাইটের লোডিং টাইম চেক করার জন্য এখন আপ্নারাদের সকলের যাদের নিজস্ব ওয়েব সাইট আছে তাদের জন্য ১০ টি টুল আ...
