Thursday, April 28, 2011
আপনার বন্ধুর অবস্থান দেখে নিন Google Latitude এর মাধ্যমে খুব শহজে (যেনে রাখূন হয়ত এক দিন কাজে দেবে)
যাই হক কাজের কথায় আসি।আজ আমরা দেখব Google Latitude মাধমে কি ভাবে বন্ধুর আবস্থান দেখা যায়।
প্রথমে আপনাকে এই লিঙ্ক এ গিয়ে জিমেইল আইডি দিয়ে লগ ইন করুন

লগ ইন হলে নিচের মত একটা পেইজ আসবে

এর পর set your locatuion বাটন এ কিলিক করে নিচের ঘরে আপনার জেলার বা উপজেলা লিখে তার পর কমা দিয়ে বাংলাদেশ লিখে দিন(বাংলাদেশ হলে এই ভাবে লিখবেন ) এবং ডাব দিকে কোনায় স্যাটেলাইট বিরবাছন করুন এতে আপনার লোকেশব এর ছবি দেখাবে।

আপনি ইচ্ছা করলে যুম করে আপনার বাড়ির ছাঁদ ও নিরবাচন করতে পারেন
আপনার অবস্থান নিরবাচন শেষ হলে add friends কিলিক করে আপনার বন্ধুদের এ্যাড রিকোয়েস্ট পাঠান।

আপনার বন্ধুরা যখন আপনার মত করে তাদের লোকেশন সেট করবে তখন আপ্নিও তাদের অবস্থান দেখতে পাবেন।আমার অনুরোধে প্রথম যিনি সারা দিছেন তিনি হলেন আমাদের সবার পরিচিত টিউটো বিডি মানে ভেরামারার রাসেল ভাই।তাকে ধনবাদ জানাই আমার অনুরোধ গ্রহন করার জন্য। নিচে উদাহরন হিসেবে আমার ও তার বাড়ির অবস্থান এর ছবি দিয়ে দিলাম।যারা উপরের নিয়ম অনুসরন করে Google Latitude বেবহার করতে পারবেন পিলিজ আমাকে একটা এ্যাড রিকোয়েস্ট(go2tanvir@gmail.com) পাঠাবেন তাহলে খুব খুশি হব এবং বুজব যে আমার টিউনটি করা সারথক হয়েছে ।


আশা করি সবাই বুজতে পেরেছেন। আরে না পারলে ত আমি আছি। মন্তব্য করতেই হবে।
ফ্রী একটা কৌতুক
আরেকদিন মাছি ঢুকতেই জাপানিজটা এগিয়ে গেলো। সাইসাই করে ছুরি চালালো। মাছি আট টুকরা হয়ে গেলো। সে বাকি দুইজনের দিকে তাকিয়ে বলল, “এইভাবেই আমারা আমাদের শত্রুদের আট টুকরা করে ফেলি”
পরেরদিন মাছি ঢুকছে একটা। বাংলাদেশীটা এগিয়ে গেলো। বেচারা অনেকক্ষন ছুরি চালালো। হাপিয়ে গিয়ে এক সময় চলে এলো। বাকি দুইজন বলল-
- কি তোমরা তোমাদের শত্রুদের কিছুই করো না?
-হুমমমম…তোরা বুঝোস না কিছুই।এমন কাম করছি যে অই মাছি আর কোনোদিন বাপ হইতে পারবো না।
প্রথমে আপনাকে এই লিঙ্ক এ গিয়ে জিমেইল আইডি দিয়ে লগ ইন করুন

লগ ইন হলে নিচের মত একটা পেইজ আসবে

এর পর set your locatuion বাটন এ কিলিক করে নিচের ঘরে আপনার জেলার বা উপজেলা লিখে তার পর কমা দিয়ে বাংলাদেশ লিখে দিন(বাংলাদেশ হলে এই ভাবে লিখবেন ) এবং ডাব দিকে কোনায় স্যাটেলাইট বিরবাছন করুন এতে আপনার লোকেশব এর ছবি দেখাবে।

আপনি ইচ্ছা করলে যুম করে আপনার বাড়ির ছাঁদ ও নিরবাচন করতে পারেন
আপনার অবস্থান নিরবাচন শেষ হলে add friends কিলিক করে আপনার বন্ধুদের এ্যাড রিকোয়েস্ট পাঠান।

আপনার বন্ধুরা যখন আপনার মত করে তাদের লোকেশন সেট করবে তখন আপ্নিও তাদের অবস্থান দেখতে পাবেন।আমার অনুরোধে প্রথম যিনি সারা দিছেন তিনি হলেন আমাদের সবার পরিচিত টিউটো বিডি মানে ভেরামারার রাসেল ভাই।তাকে ধনবাদ জানাই আমার অনুরোধ গ্রহন করার জন্য। নিচে উদাহরন হিসেবে আমার ও তার বাড়ির অবস্থান এর ছবি দিয়ে দিলাম।যারা উপরের নিয়ম অনুসরন করে Google Latitude বেবহার করতে পারবেন পিলিজ আমাকে একটা এ্যাড রিকোয়েস্ট(go2tanvir@gmail.com) পাঠাবেন তাহলে খুব খুশি হব এবং বুজব যে আমার টিউনটি করা সারথক হয়েছে ।


আশা করি সবাই বুজতে পেরেছেন। আরে না পারলে ত আমি আছি। মন্তব্য করতেই হবে।
ফ্রী একটা কৌতুক
কোনোদিন বাপ হইতে পারবো না
বিদেশের এক রেস্টুরেন্ট। তিনজন বাবুর্চি সেখানে কাজ করে। একজন চাইনিজ, একজন জাপানিজ আরেকজন বাংলাদেশী। তিনজনের ভিতর খুব রেষারেষি। একদিন একটা মাছি ঢুকছে কিচেনে। সাথে সাথে চাইনিজটা একটা ছুরি নিয়া এগিয়ে গেলো। কিছুক্ষন সাইসাই করে চালালো বাতাসে। মাছিটা পরে গেলো চার টুকরা হয়ে। সে বাকি দুইজনের দিকে তাকিয়ে বলল, “এইভাবে আমরা আমাদের শত্রুদের চার টুকরা করে ফেলি।”আরেকদিন মাছি ঢুকতেই জাপানিজটা এগিয়ে গেলো। সাইসাই করে ছুরি চালালো। মাছি আট টুকরা হয়ে গেলো। সে বাকি দুইজনের দিকে তাকিয়ে বলল, “এইভাবেই আমারা আমাদের শত্রুদের আট টুকরা করে ফেলি”
পরেরদিন মাছি ঢুকছে একটা। বাংলাদেশীটা এগিয়ে গেলো। বেচারা অনেকক্ষন ছুরি চালালো। হাপিয়ে গিয়ে এক সময় চলে এলো। বাকি দুইজন বলল-
- কি তোমরা তোমাদের শত্রুদের কিছুই করো না?
-হুমমমম…তোরা বুঝোস না কিছুই।এমন কাম করছি যে অই মাছি আর কোনোদিন বাপ হইতে পারবো না।
Popular Posts
-
আসুন টরেন্ট ফাইল ডাউনলোড করি আইডিএম এর মত স্পিডে আমরা কোন কিছু ডাউনলোড করতে সাধারনতো http সার্ভার থেকে আইডিএম এর সাহায্যে ডাউনলোড করে থ...
-
কপি প্রটেক্ট, ডিজিটাল সিস্টেমে সংরক্ষিত রাখুন সকল ফাইল… সফটওয়্যার ইন্সটল পদ্ধতিঃ প্রথমে প্রথমে এই লিঙ্ক থেকে সফটওয়্যার টি ট্রা...
-
ফ্রি ব্যন্ডউইথ পর্যবেক্ষন, মনিটরিং এবং ব্যবহারের রীতি-নীতি প্রতিবেদন NetWorx একটি মুক্ত সরঞ্জাম যে আপনাকে আপনার ব্যন্ডউইথ পরিস্থিতি ...
-
১০ টি টুল আপনার ওয়েব সাইটের লোডিং টাইম চেক করার জন্য এখন আপ্নারাদের সকলের যাদের নিজস্ব ওয়েব সাইট আছে তাদের জন্য ১০ টি টুল আ...
