Thursday, April 28, 2011

ই-মেইল ব্যবহার করেনতো? তাহলে এই টিউন নিশ্চিত আপনার কাজে আসবে!

আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কয়টা সিম ব্যবহার করেন? তাহলে উত্তর দিবেন মিনিমাম দুইটা। আর যদি সেটা কোন ছাত্র হয় তাহলে উত্তর হবে সব কোম্পানীর সিম। icon biggrin ই মেইল ব্যবহার করেনতো? তাহলে এই টিউন নিশ্চিত আপনার কাজে আসবে!  | Techtunes তাহলে এত সিম চেক করেন কি করে? অনেকে ডুয়েল সিমের মোবাইল ব্যবহার করেন। কিছু কিছু চায়না সেটে ৩টা বা ৪টা সিম রাখারও ব্যবস্থা আছে। icon razz ই মেইল ব্যবহার করেনতো? তাহলে এই টিউন নিশ্চিত আপনার কাজে আসবে!  | Techtunes
তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মেইল আইডি কয়টা ব্যবহার করেন? আপনার সোজা সাপ্টা উত্তর নিশ্চয়ই হবে অসংখ্য! কারন বিভিন্ন কারনে বেশ কয়েকটা মেইল আইডি এমনিতেই দরকার হয়। তাহলে এত মেইল আইডি চেক করেন কি করে? নিশ্চয়ই প্রত্যেকবার ঝামেলা করে লগ ইন করতে হয়? তাছাড়া কোন নতুন মেইল আসলে জানতেই পারছেন না যদি না লগ ইন থাকেন।
DirectMail ই মেইল ব্যবহার করেনতো? তাহলে এই টিউন নিশ্চিত আপনার কাজে আসবে!  | Techtunes
আচ্ছা এমন হলে কেমন হয় ধরেন আপনার সব আইডির যেকোন একটাতে যদি নতুন মেইল আসে তাহলে ডেস্কটপে সেটা নোটিফাই হবে। শুধু তাই না! আপনি ইচ্ছা করলে ডেস্কটপ থেকেই মেইল পড়তে পারবেন এবং পাঠাতে পারবেন। ইচ্ছা করলে সব মেইল ব্যাকআপ রাখতে পারবেন। সব চেয়ে বড় কথা এসব কিছুই ফ্রী!! এই অসাধারণ সফটওয়্যারের নাম হলো POP Peeper
ViewMain ই মেইল ব্যবহার করেনতো? তাহলে এই টিউন নিশ্চিত আপনার কাজে আসবে!  | Techtunes

এক নজরে POP Peeper এর সুবিধাঃ

  • জনপ্রিয় সব ইমেইল প্রভাইডারের সাপোর্ট। যেমনঃ
  • Gmail
  • Hotmail
  • Live
  • Yahoo
  • অটোমেটিক ১৫ মিনিট পর পর ইমেইল চেক।
  • সাব্জেক্ট,প্রেরক এবং মেইল দেখার সুযোগ সাথে সাথেই।
  • পছন্দ অনুযায়ি সাউন্ড সিলেক্ট করা।
  • আনলিমিটেড ইমেইল আইডি যুক্ত করার সুবিধা।
  • সর্বোচ্চ নিরাপদ সিকিউরিটি সিস্টেম।
  • ইমেইল বেক আপ রাখার সুবিধা।
  • পছন্দের স্কিন সেট করার সুবিধা।
  • ডেস্কটপ থেকেই মেইল করার সুবিধা।
আরও কত কি!
বিস্তারিত এখানে

যেভাবে আইডি যোগ করবেনঃ

Accounts> Add থেকে Create Single Account এ ক্লিক করুন।
HelpWizardMethod ই মেইল ব্যবহার করেনতো? তাহলে এই টিউন নিশ্চিত আপনার কাজে আসবে!  | Techtunes
তারপর আপনার মেইল আইডি আর পাসওয়ার্ড দিয়ে নেক্সট দিয়ে দিয়ে Finish করুন। এভাবেই সব মেইল আইডি যুক্ত করুন। একবার লগ ইন করার পর আর কখনও লগ ইন করার প্রয়োজন হবে না। আর হ্যা এটা ১০০% নিরাপদ!
আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ড প্রটেক্টেড রাখতে পারেন যাতে কেউ মেইল না দেখতে পারে।
আর নতুন স্কিন পাবেন এখানে।
আপনি একবার ব্যবহার করে দেখুন নিশ্চিত ফ্যান হয়ে যাবেন। icon biggrin ই মেইল ব্যবহার করেনতো? তাহলে এই টিউন নিশ্চিত আপনার কাজে আসবে!  | Techtunes

ডাউনলোড লিঙ্কঃ

POP Peeper v3.7.0.0 (1MB)
Supported OS's: Windows 95, 98, ME, 2000, XP, 2003, Vista, 2008, Windows 7; 32-bit or 64-bit platforms

Popular Posts