Friday, May 20, 2011

Animation তৈরীর সফটওয়্যার : Easy GIF Animator 5 pro – Latest + Full version

অসাধারণ একটি Animation তৈরীর সফটওয়্যার : Easy GIF Animator 5 pro – Latest + Full version

সাইটের জন্য ছবি বা লেখার মাধ্যমে আমি animation তৈরী করতে চেয়েছিলাম কিন্তু গ্রাফিক্সের কাজ না জানার কারণে (Photoshop দিয়ে) তৈরী করতে পারলাম না। এ নিয়ে নেটে অনেক সময় কাটিয়েছি। এবং কয়েকটি সাইটও পেয়েছি যে সাইটে ফ্রিতে animation তৈরী করতে দিচ্ছে। কিন্তু মনের মত করতে পারলাম না। পরে খুঁজে পেলাম এই software টি। এটিই আজ আমার টিউনের মূল বিষয়। সফটওয়্যারটি আমার অনেক কাজে দিয়েছে। যাক, সফটওয়্যারটির বিশ্লষণে চলে গেলাম।


ডাউনলোড & ইনষ্টলেশন :

 ডাউনলোড:
প্রথমে এর সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তারপর... 1.  ইনষ্টলের জন্য software টিতে ডাবল ক্লিক করুন।
2.  সকল বক্স un-check করে দিন, license agreement ছাড়া।
3.  un-check করুন launch Easy Gif Animator
4. এখানে C:\Program Files\Easy GIF Animator যান
5.  gifan.exe ফাইলটি delete করে দিন।
6.  ডাউনলোডকৃত software টিতে crack নামের ফোল্ডারে gifan.exe ফাইলটি আপনার প্রোগ্রাম ফাইলসে paste করে দিন।
7.  এবার সফটওয়্যারটি run করান। Activate বাটনে ক্লিক করুন। (license key টি ডাউনলোডকৃত ফাইলে পেয়ে যাবেন) license key copy করে paste করুন। সর্বশেষ ok করুন।
কার্যপ্রণালী :

প্রথমে software টি run করান। আপনি এটি দ্বারা animation, banner, button ইত্যাদি তৈরী করতে পারবেন। আমি animation দেখাচ্ছি। সুতরাং Create New Animation বাটনে ক্লিক করুন। 1 অসাধারণ একটি Animation তৈরীর সফটওয়্যার : Easy GIF Animator 5 pro   Latest + Full version | Techtunes
তারপর Add Image… বাটনে ক্লিক করে আপনার পছন্দের ছবিটি যোগ করুন (ইচ্ছামত ছবি নিতে পারবেন)। আমি দু’টি ছবি দিয়ে দেখালাম। পরে Next বাটনে ক্লিক করুন।
2 অসাধারণ একটি Animation তৈরীর সফটওয়্যার : Easy GIF Animator 5 pro   Latest + Full version | Techtunes
তারপর Animation এ আপনার দেয়া ছবিগুলো কতক্ষণ প্রদর্শন করতে চান তা select করে Next বাটন ক্লিক করুন।
3 অসাধারণ একটি Animation তৈরীর সফটওয়্যার : Easy GIF Animator 5 pro   Latest + Full version | Techtunes
আবার Next বাটন ক্লিক করুন।
4 অসাধারণ একটি Animation তৈরীর সফটওয়্যার : Easy GIF Animator 5 pro   Latest + Full version | Techtunes
এবার Finish বাটন ক্লিক করুন।
5 অসাধারণ একটি Animation তৈরীর সফটওয়্যার : Easy GIF Animator 5 pro   Latest + Full version | Techtunes
এবার প্রথম ছবিটি select করে Create effect বাটনে ক্লিক করুন।
6 অসাধারণ একটি Animation তৈরীর সফটওয়্যার : Easy GIF Animator 5 pro   Latest + Full version | Techtunes
এখানে আপনি আপনার পছন্দের effect টি select করুন। এবং সৌন্দর্য বাড়ানোর জন্য প্রয়োজন অনুযায়ী edit করুন। তারপর ok করুন।
7 অসাধারণ একটি Animation তৈরীর সফটওয়্যার : Easy GIF Animator 5 pro   Latest + Full version | Techtunes
play বাটনে ক্লিক করুন। ভাল লাগলে save বাটনে ক্লিক করে পছন্দের জায়গায় রেখে দিন। তারপর আপনার সাইটে যোগ করে দিন।
81 অসাধারণ একটি Animation তৈরীর সফটওয়্যার : Easy GIF Animator 5 pro   Latest + Full version | Techtunes
পরিশেষে :

এখানে আমি শুধু Animation টা শুধু দেখালাম যা খুবই অল্প পরিমাণ। আপনি দক্ষ হলে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন। তাছাড়া Banner , Animated Button ইত্যাদি তৈরী করতে পারবেন। আরও অনেক কিছুই করতে পারবেন যা আমার নিজেরই অজানা। আশা করি সবার ভাল লেগেছে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

Popular Posts